
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দল। স্বেচ্ছাশ্রমের এই ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করা হয় দলপা ইউনিয়নের ধনিয়াগাঁও এলাকায়।
মঙ্গলবার, ২৯ এপ্রিল দুপুর ১২টার দিকে দরিদ্র কৃষক কাঞ্চন মিয়ার পাকা ধান কেটে মাড়াই ও ঘরে তোলার কাজ সম্পন্ন করেন কৃষক দলের শতাধিক নেতা-কর্মী। এ কার্যক্রমে নেতৃত্ব দেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ডা. রুবেল ও রুবেল মিয়া। ধান কাটা ও মাড়াইয়ের কাজে অংশগ্রহণ করেন প্রায় ৪০০ নেতা-কর্মী।
এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন মো. সাকি, মো. সোহরাব মিয়া, সফিউল আলম প্রমুখ।
নেতারা জানান, দেশের কৃষকরা আজ নানা সংকটে রয়েছেন। বিশেষ করে দরিদ্র কৃষকদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। কৃষকের এই দুর্দিনে তারা পাশে দাঁড়াতে পেরে নিজেদের ধন্য মনে করছেন এবং জানান, এই কর্মসূচি আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
ধান পেয়ে আবেগাপ্লুত কৃষক কাঞ্চন মিয়া বলেন, “আমি অনেক কষ্টে ছিলাম, ধান কাটা নিয়ে চিন্তায় ছিলাম। এভাবে সবাই এসে আমার ধান কেটে দিয়েছে, আমি খুবই খুশি।”