Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কাপাসিয়ায় উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাপাসিয়ায় উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 21, 2025 08:30:23 PM   অনলাইন ডেস্ক
কাপাসিয়ায় উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে "রমজানের তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা, বিশেষ দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ঐতিহ্যবাহী কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। উপজেলা বিএনপির উদ্যোগে এটি এযাবৎকালের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল হিসেবে অনুষ্ঠিত হয়। বিশাল এ আয়োজনে উপজেলার ১১টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের ছয় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে এটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

আলোচনা শেষে ইফতারের পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন।