
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলা সদরের পল্লী মডিউল কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসাইন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন সহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।
ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।