Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

April 14, 2025 11:32:50 AM   উপজেলা প্রতিনিধি
কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গাজীপুরের কাপাসিয়ায় বাংলা নববর্ষ ১৪৩২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে উপজেলা প্রশাসন। পহেলা বৈশাখ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণআন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি, ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম, জামায়াতের গাজীপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, জেলা বিএনপির সদস্য ও সদর ইউপি সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আফজাল হোসাইন প্রমুখ।

সার্বিকভাবে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।