Date: May 23, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে 'সময় ব্যবস্থাপনা' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে 'সময় ব্যবস্থাপনা' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

May 22, 2025 08:46:34 PM   অনলাইন ডেস্ক
কুবিতে 'সময় ব্যবস্থাপনা' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সময় ব্যবস্থাপনা নিয়ে এক বিশেষ সেমিনারের আয়োজন করেছে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)। গত ২২ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে দৈনন্দিন জীবনে সময় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং কীভাবে ২৪ ঘণ্টাকে দক্ষভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন। আলোচনার এক পর্যায়ে তিনি ইদোউ কোয়েনিকানের একটি বিখ্যাত উক্তি উল্লেখ করে বলেন, “সময় ব্যবস্থাপনাই জীবন ব্যবস্থাপনা।”

সেমিনারটি ছিল ‘ফান্ডামেন্টাল স্কিল ১.০’ শিরোনামের একটি ছয়দিনব্যাপী ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ, যা বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। এই প্রোগ্রামের আওতায় পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্টসহ মোট ৬টি সেশন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ইএলডিসি-র সভাপতি সাহারিয়ার আলম সাফল্য বলেন, “আমরা এমন কিছু স্কিল নিয়ে কাজ করছি, যেগুলো শেখার জন্য শিক্ষার্থীদের বাইরে গিয়ে অনেক টাকা খরচ করতে হয়। অথচ আমরা সেগুলো সুলভ মূল্যে কিংবা ফ্রি-তে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে চাই।”

তিনি আরও জানান, “এই ছয়টি সেশন সম্পন্নকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে, যা তারা ভবিষ্যতে সিভিতে যুক্ত করতে পারবে। আমাদের লক্ষ্য, শুরু থেকেই শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা।”

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং সময় ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেন।