Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে হিন্দু ধর্ম অবমাননায় অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে হিন্দু ধর্ম অবমাননায় অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন

April 17, 2025 09:47:23 PM   অনলাইন ডেস্ক
কুবিতে হিন্দু ধর্ম অবমাননায় অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্ম অবমাননায় অভিযুক্ত শিক্ষার্থীর দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন তারা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মানববন্ধন করেন সনাতনী শিক্ষার্থীরা।

এসময় তারা ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘একদফা একদাবি, বহিষ্কার বহিষ্কার’, 'ভার্সিটির এই সম্প্রীতি নষ্ট হতে দিব না' ধর্ম নিয়ে নয় কটূক্তি, বজায় থাকুক সম্প্রীতি, সহ বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে।

মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অজয় দেব বর্মন বলেন, ‘আমার ইতিপূর্বে দেখেছি এধরনের ধর্ম অবমাননার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যেই সর্বোচ্চ বিচার হয়েছে। আমরা এধরনের ঘটনায় আমাদের এক দফা এক দাবি আমরা বহিষ্কার চাই এবং আমরা যথোপযুক্ত ন্যায়ের বিচার চাই। আমরা কখনোই চাই না কোন সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দিতে কিংবা পরিবেশ অস্থিতিশীল করতে, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একসাথে মিলেমিশে থাকতে।’

আইন বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী সজিব বিশ্বাস বলেন, ‘আব্দুর রহমানের নামের ছেলেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ একটি ভিত্তিহীন ভিডিও শেয়ার করে হিন্দু ধর্ম নিয়ে এমন কুরুচিপূর্ণ ভাষায় আমাদের হিন্দু ধর্ম নিয়ে লিখে যা ভাষায় প্রকাশ করার মত না। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই হয়ে যে ব্যক্তি কোন ধর্ম নিয়ে এত কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে তার বিশ্ববিদ্যালয়ে থাকার কোন প্রয়োজন আমি মনে করি না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে মানব ধর্মকে উঁচু করে দেখবে সে হবে অসাম্প্রদায়িক চেতনার আমার বুঝে আসে না সে কীভাবে কোন ধর্মকে নীচু করে দেখে।’

আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তর ভৌমিক বলেন, ‘ আমরা জানি যে আইন বিভাগের শিক্ষার্থীদের কাজ হচ্ছে মানুষদের সেবা প্রদান করা। এখন সে যদি ভবিষ্যতে উকিল হয় তাহলে সে এমন মনমানসিকতা নিয়ে মানুষের সেবা কীভাবে করবে। আইন বিভাগের শিক্ষার্থী হয়ে এরকম মনমানসিকতা নিয়ে কীভাবে পড়ালেখা করছে এটাই আমার জানতে ইচ্ছা হয়।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমরা অভিযুক্তের বক্তব্য শুনেছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি বিষয়টি এখন শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষা জনিত ব্যস্ততার কারণে আমরা বিষয়টি নিয়ে এই মাসের ২৮ তারিখের পর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সিদ্ধান্ত নিবো।’

উল্লেখ্য, গত সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিন্দু ধর্মকে অবমাননা করে ফেসবুক একটি পোস্ট শেয়ার করেন। যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর দুটি অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে আব্দুর রহমান এই ঘটনায় তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে প্রক্টর বরাবর চিঠি দেয়।