Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবির 'এ' এবং 'সি' ইউনিটের ফলাফল প্রকাশ আগামীকাল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবির 'এ' এবং 'সি' ইউনিটের ফলাফল প্রকাশ আগামীকাল

April 22, 2025 07:37:23 PM   অনলাইন ডেস্ক
কুবির 'এ' এবং 'সি' ইউনিটের ফলাফল প্রকাশ আগামীকাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ফলাফল আজ (২২ এপ্রিল) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘‘এ’ এবং ‘সি’ ইউনিটের রেজাল্ট আজ রাত ১২টার পর অর্থাৎ, আগামীকাল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে লগ-ইন করে ফলাফল দেখতে পারবেন।’’

এবার ‘এ’ ইউনিটে পাসের হার ৩৪.০৫ শতাংশ এবং জিপিএ ছাড়া সর্বোচ্চ নম্বর ৭৭। অন্যদিকে, ‘সি’ ইউনিটে পাসের হার ৬৯.৭৫ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৮।

গত ১৯ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত ‘সি’ ইউনিট পরীক্ষায় ১২টি কেন্দ্রে ৭ হাজার ৬৪৬ জন এবং ‘এ’ ইউনিট পরীক্ষায় ৩০টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।