Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থী বহিষ্কার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থী বহিষ্কার

April 25, 2025 08:10:27 PM   অনলাইন ডেস্ক
কুবির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থী বহিষ্কার

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'বি' ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে অনুষ্ঠিত পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (উচ্চ মাধ্যমিক শাখা) কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন 'বি' ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।

জানা যায়, পরীক্ষা শুরুর পরপরই শিক্ষার্থীটি সন্দেহজনক আচরণ করতে থাকে। সে পরীক্ষার ১০ মিনিটের মধ্যেই শরীর খারাপ, স্যালাইন প্রয়োজন, পেটব্যথা ও শৌচাগারে যাওয়ার কথা বলে নানা অজুহাত দিতে থাকে। একপর্যায়ে হল পরিদর্শকের অনুমতিতে বিএনসিসি ও রোভার স্কাউটের দুই সদস্যের সহায়তায় তাকে শৌচাগারে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে শৌচাগার থেকে ফিরে আসার পর তাকে তল্লাশি করে মোবাইল ফোন ও প্রশ্নপত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে কেন্দ্র প্রধান ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, "কেন্দ্রে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে আমি এবং রুম সমন্বয়ক। উপস্থিত অন্যান্য পরিদর্শকদের সুপারিশক্রমে শিক্ষার্থীটিকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।"

'বি' ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, "আলহামদুলিল্লাহ! দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সতর্ক ছিলেন। তাদের দূরদর্শিতায় এবং বিএনসিসি ও রোভার স্কাউটদের সহযোগিতায় মোবাইল শনাক্ত করা সম্ভব হয়েছে। পরীক্ষার্থীটি শৌচাগারে মোবাইলসহ প্রবেশ করেছিল এবং তার সঙ্গে প্রশ্নপত্রও ছিল। ফলে সে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাতে পারত। এ কারণেই তাকে বহিষ্কার করা হয়।"