
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় আটক হওয়ায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৪তম আবর্তন) শিক্ষার্থী তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে, এক বছরের জন্য তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ এবং আবাসিক হলে অবস্থান করতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গতকাল সোমবার ২৮ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ হায়দার আলী বলেন, “সকল সিন্ডিকেট সদস্যের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ এক বহিরাগতকে আটক করে প্রক্টোরিয়াল বডি। পরে তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদকে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে দেওয়া হয় এবং বহিরাগতকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।