
কমলগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কামদপুর গ্রামের লঙ্গুছড়া থেকে মঙ্গলবার সকাল ১০টায় বিপুল বাউরী (৬৫) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যাক্তি আলীনগর চা-বাগানের মৃত লংকেশ বাউরীর ছেলে।
কমলগঞ্জ থানাপুলিশ সূত্রে জানা যায়, বিপুল বাউরী গত ১৪ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন পরে গত সোমবার (১৮জুলাই) পরিবার কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার (১৯জুলাই) সকাল ১০টার দিকে বিপুল বাউরীর লাশ ছড়ার পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীরা। এরপর কমলগঞ্জ থানাপুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বিপুল বাউরির লাশ উদ্ধার করেন।
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ছড়ায় পানিতে পড়ে বিপুল বাউরী মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিপুল বাউরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন সে দীঘদিন যাবৎ মানষিক ভারসাম্যহীন রোগী ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।