
কুমিল্লার মুরাদনগরে পুঁটি মাছ নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছেন স্বামী। পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। শনিবার (১৯ এপ্রিল) উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নাগর পাড় ভাই ভাই টাওয়ারে বসবাস করতেন বাছির আহমেদ (৩৫) ও তার স্ত্রী মৌসুমী বেগম (২৫)। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।
শনিবার তুচ্ছ একটি ঘটনা, পুঁটি মাছকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাছির আহমেদ তার স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করেন। তিনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত।
স্ত্রীকে হত্যার পর মৌসুমীর মরদেহ বাসায় রেখেই স্বামী বাছির মুরাদনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।