Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় র‍্যাবের জালে ৪ মাদক ব্যবসায়ী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় র‍্যাবের জালে ৪ মাদক ব্যবসায়ী

April 20, 2025 01:16:25 PM   উপজেলা প্রতিনিধি
কুমিল্লায় র‍্যাবের জালে ৪ মাদক ব্যবসায়ী

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় র‍্যাবের পৃথক অভিযানে মোট ১৬,৩০৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ প্রায় ৬ লক্ষ টাকাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১১, সিপিসি-২ এই অভিযানগুলো পরিচালনা করে।

র‍্যাব জানায়, রবিবার (২০ এপ্রিল ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দাউদকান্দির তালতলী এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মোঃ সোহাগ মোল্লাকে (২৮) ১৬ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫ লক্ষ ৯৮ হাজার ৩০০ টাকাসহ গ্রেফতার করা হয়।

একই রাতে উপজেলার জুরানপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করে র‍্যাব। তারা হলেন মোঃ শাহাদাত হোসেন শান্ত (২৬), হৃদয় মিয়া (২৩) এবং মোঃ শাহিন মিয়া (২৩)। তাদের কাছ থেকে ৩০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

র‍্যাব জানিয়েছে, এটি তাদের মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।