Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় র‍্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে দুই প্রতারক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় র‍্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে দুই প্রতারক আটক

March 09, 2025 07:48:39 PM   জেলা প্রতিনিধি
কুমিল্লায় র‍্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে দুই প্রতারক আটক

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীতে র‍্যাব পরিচয়ে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা নিতে এসে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেলে নগরীর পিপলস হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নগরীর চর্থা এলাকার জয় আহমেদ রুবেল ওরফে চশমা রুবেল (৩৫) এবং একই এলাকার নিরব আহমেদ রুবেল (৩৫)। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী কাতারপ্রবাসী মো. ফারুক, যিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলীপুর গ্রামের বাসিন্দা, জানান, গত ৫ মার্চ সকাল ৯টার দিকে তার ছেলের শরীরে গরম ডাল পড়ে ঝলসে যায়। ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর সেখানে দুই ব্যক্তি এসে নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। টাকা না দিলে ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ফারুক ৯৯৯-এ ফোন করলে পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুই প্রতারককে আটক করে। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, আটক চশমা রুবেলের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।