Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় ৩৯৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় ৩৯৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

November 19, 2024 06:52:20 PM   স্টাফ রিপোর্টার
কুমিল্লায় ৩৯৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর বিশেষ অভিযানে কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন জাগুরজুলি এলাকা থেকে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৯ নভেম্বর দুপুরে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে শেরপুর জেলার ঝিনাইগাতী থানার জুলগাঁও এলাকার মৃত মফিজুল হকের ছেলে মো. রেজাউল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, রেজাউল ইসলাম দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে মাইক্রোবাসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে সরবরাহ করতেন।

র‌্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব। (প্রেস বিজ্ঞপ্তি)