Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কারখানার সীমানা নিয়ে বিরোধ: শ্রীপুরে চেয়ারম্যানকে আটকের প্রতিবাদে রাতভর সড়ক অবরোধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত...

কারখানার সীমানা নিয়ে বিরোধ: শ্রীপুরে চেয়ারম্যানকে আটকের প্রতিবাদে রাতভর সড়ক অবরোধ

February 15, 2024 07:46:00 PM   দেশজুড়ে ডেস্ক
কারখানার সীমানা নিয়ে বিরোধ: শ্রীপুরে চেয়ারম্যানকে আটকের প্রতিবাদে রাতভর সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনকে একটি কারখানার অভিযোগের ভিত্তিতে থানায় ডেকে নিয়ে গ্রেফতারের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে হাজার হাজার জনতা। এতে করে সাড়ে পাঁচ ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ যায়।

বুধবার রাত ১১টা  থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটা পর্যন্ত  সড়কের কয়েকটি পয়েন্ট টায়ারে আগুন জ্বালিয়ে আটককৃত চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে বিক্ষুব্ধ জনতা ও চেয়ারম্যানের সমর্থকেরা। পরে বৃহস্পতিবার গাজীপুর আদালত থেকে জামিনে মুক্তিপান তিনি। বুধবার  রাত এগারোটার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় প্রথমে অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।

গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম খোকন (৫০) উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের পর পর দুইবার নৌকা মার্কার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান।

জাহাঙ্গীর আলম খোকন চেয়ারম্যানের ছেলে মিজানুর রহমান রায়হান অভিযোগ করে বলেন, রাজনৈতিক কারনে আমার বাবাকে মিথ্যা সাজানো যড়যন্ত্রমূলক মামলা আটক করা হয়েছে। ফরচুন গ্রুপের পাশদিয়ে জনগণের চলাচলের একটি রাস্তা প্রশস্ত  করার দাবী নিয়ে আমার বাবার সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনা কে কেন্দ্র করে ফয়সালার অজুহাতে আমার বাবাকে থানায় ডেকে নিয়ে আটক করা হয়েছে।আমি আমার বাবাকে মুক্তি দিয়ে এই ঘটনার সুষ্ঠ তদন্ত দাবিব করছি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ শাহ্ জামান জানান, ফরচুন গ্রুপের কেয়ারটেকার জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি বাদি হয়ে জাহাঙ্গীর আলম খোকন চেয়ারম্যানসহ কয়েকজনের নামে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ দেওয়ার কারণে  চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

অপরদিকে চেয়ারম্যান গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আশপাশের কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী সমর্থন জনতা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে।

প্রায় সাড়ে চারঘন্টা অবরোধের ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে দক্ষিন দিকে গাজীপুর চৌরাস্তা আর উত্তরদিকে ভালুকা উপজেলা পার হয়ে ভরাডুবা পর্যন্ত  প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ যানজটে সৃষ্টি হয়েছে। এতে এ সড়কের যাত্রীদেরকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। অবরোধকারীদের সরাতে শ্রীপুর থানা পুলিশ বারবার ব্যর্থ হবার পর  শ্রীপুর  উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ আল মামুন স্হানীয় সাংবাদিকদের সহযোগিতায় এস এস সি পরীক্ষার কথা বলে অনুরোধ করে অবরোধ কারীদের সড়াতে সক্ষম হয়। গ্রেফতারকৃত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে বৃহস্পতিবার সকালে গাজীপুর আদালতে হাজির হরা হলে জামিন মুক্তিপান তিনি।