‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেপ্তার করা হয় ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে। এরপর প্রথমে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে। যদিও পরে সন্ধার দিকে জামিন পান তিনি। কিন্তু ততক্ষণে আল্লু চঞ্চলগুড়া জেলে।
রাতভর সেখানেই কাটাতে হয় অভিনেতাকে। শুক্রবার রাতটা জেলে কাটিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) ছাড়া পান আল্লু অর্জুন। হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে অভিনেতা জানান, তিনি আইন মেনে চলা নাগরিক। আইনের প্রতি শ্রদ্ধাশীল।তবে কথার সঙ্গে কাজেও মিল রেখেছেন আল্লু অর্জুন। জেলে কোনো বিশেষ ব্যবস্থার সুবিধা নেননি এ মেগাস্টার। থেকেছেন সাধারন কয়েদীর মতোই!