Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কেরানীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী শাহাজামান গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কেরানীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী শাহাজামান গ্রেফতার

May 20, 2023 05:49:35 PM   নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী শাহাজামান গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইয়াকুব হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী শাহাজামান’কে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শনিবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন চর গুলগুলিয়া এলাকার মো. ইয়াকুব আলী (৩৪) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী শাহাজামান (৪৫), পিতা- সামসুল আরেফিন, স্থায়ী সাং- চরগুলগুলিয়া, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত ঘটনার পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায় গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।