Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার জরিমানা আদায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার জরিমানা আদায়

June 05, 2023 06:49:20 PM   উপজেলা প্রতিনিধি
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার জরিমানা আদায়

কলারোয়া প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়া পৌর সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রাখার কারণে ৩ হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার  আকস্মিকভাবে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম কলারোয়া উপজেলার সামনে অবস্থিত মিষ্টির দোকানে অভিযান চালায়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে উপজেলা পরিষদের সামনে হাইস্কুল মার্কেটের সামনে দুলালের মিষ্টির দোকানের মালিককে ১০ হাজার, পাশে জয়ন্তী মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৫ হাজার ও রাজ হোটেলের মালিককে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার পুলিশ টিম, ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী বেনজির হোসেন, হাসানুজ্জামান প্রমুখ।