Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে কারখানা শ্রমিকের আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে কারখানা শ্রমিকের আত্মহত্যা

April 18, 2025 09:22:41 PM   উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈরে কারখানা শ্রমিকের আত্মহত্যা

কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি তৈরি পোশাক কারখানার অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বিষাক্ত কেমিকেল পান করে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিহত শ্রমিক হলেন- নীলফামারী জেলার সদর থানার নিত্যনন্দি এলাকার আব্দুল আওয়ালের ছেলে মো. ইদ্রিস আলী (১৯)। তিনি নিশ্চিন্তপুর এলাকায় রমিজ মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন এবং মৌচাক এলাকার মন্ট্রিমস লিমিটেড কারখানার কার্টুন সেকশনে কাজ করতেন।

মৃত্যুর আগে ইদ্রিস আলী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি কারখানার ম্যানেজার হারুন এবং প্ল্যানিং ইনচার্জ কামরুলের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ আনেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “মন্ট্রিমস লিমিটেডে এক বছর চাকরি করছি। কিছু লোক মাত্র ৩ থেকে ৬ মাসেই পার্মানেন্ট হয়েছে। আমি মেশিনের লোক, আমাকে করা হয়নি। একদিন ৬টায় যাওয়ায় আমাকে বিচার করা হয়। ঈদের সময়েও কষ্ট পেয়েছি। আমি আজকে সুইসাইড করব। এর জন্য দায়ী আমাদের সেকশনের কামরুল স্যার আর ম্যানেজার হারুন স্যার। তারা মানুষকে মানুষ মনে করে না।”

কারখানার কয়েকজন শ্রমিক জানান, দীর্ঘ এক বছর কাজ করার পরও ইদ্রিসকে স্থায়ী করা হয়নি। বরং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তাকে গালিগালাজ করা হতো। মানসিকভাবে ভেঙে পড়া ইদ্রিস বৃহস্পতিবার রাতে কারখানার একটি কেমিকেল পান করেন। পরে সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকদের অভিযোগ, হারুন ও কামরুল ম্যানেজমেন্টে যোগ দেওয়ার পর থেকে কর্মীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন বেড়েছে। কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই করা হয়। শ্রমিকদের দাবি, এই দুই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নাহলে আরও শ্রমিক মারা যেতে পারেন।