Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

March 15, 2025 09:03:03 PM   উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার সকালে কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি চালক মোঃ ওবায়দুল রহমান (৪০), জামালপুর জেলার জামালপুর সদর থানার ছুনিয়াটেকি এলাকার ওয়াহেদ চান মিয়ার ছেলে, কালিয়াকৈর উপজেলার শালদহ পাড়া এলাকার মোঃ আব্দুল আজিজ (৬৫) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৬০) রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালক ওবায়দুল রহমান কালিয়াকৈর টু ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে সিএনজি চালাতেন। তিনি একজন কোরানের হাফেজ হলেও জীবিকার তাগিদে দেশের বাড়ি থেকে এসে প্রতিদিন সিএনজি চালাতেন। অপরদিকে, আব্দুল আজিজের ছেলে শরিফুল জানান, তার বাবা এবং মা সকাল সাতটার দিকে সাভারে যাওয়ার জন্য সিএনজিতে রওনা দেন। পথিমধ্যে নামাশুলাই এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি চালক, মা এবং বাবা নিহত হন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক কামরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে, তবে ট্রাকের চালক এবং হেলপার পলাতক রয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।