
কিশোরগঞ্জে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের (৮ম পর্যায়) পাসসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ।
রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাফেজ মাওলানা একেএম মোস্তফা কামাল, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা এমরুল হাসান, সদর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক, কটিয়াদীর মাওলানা জহিরুল ইসলাম, পাকুন্দিয়ার মাওলানা ফখর উদ্দিন, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা ইছাম উদ্দিন ও মাওলানা সোলায়মানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ইসলামিক ফাউন্ডেশনের একটি বৃহৎ প্রকল্প। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিক্ষা বিস্তারের লক্ষ্যে মসজিদের ইমাম, শিক্ষিত বেকার যুবক ও মহিলাদের সম্পৃক্ত করে সরকার এই প্রকল্প বাস্তবায়ন করছে। বক্তারা প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত করা এবং তাদের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।