Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়ায় চুরির অপবাদে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়ায় চুরির অপবাদে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

April 10, 2025 02:00:00 PM   উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় চুরির অপবাদে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলী (৩৫) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে থানাপাড়ার জিকে বালির ঘাট এলাকায় অর্ধঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুরমান জিকে বালির ঘাট এলাকার আব্দুল কালামের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

পরিবারের দাবি, চুরির মিথ্যা অভিযোগ তুলে একই এলাকার হালিম বিক্রেতা হাকিমসহ কয়েকজন সুরমানকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।

নিহতের ছোট ভাই সেলিম জানান, আমাদের বাড়ির সামনের হালিম বিক্রেতা হাকিম বুধবার সকালে তার বাড়ি থেকে গহনা ও নগদ টাকা চুরির অভিযোগ এনে আমার ছোট ভাই আশরাফুলকে প্রথমে আটকে রেখে বেধড়ক মারধর করে। এরপর দুপুরে আমার বড় ভাই রিকশাচালক সুরমানকে ধরে নিয়ে যায় এবং আমাদের বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় হাকিমসহ তার লোকজন। এরপর থেকে আমরা ভাইকে কোথাও খুঁজে পাইনি।

আজ সকালে জিকে বালির ঘাট এলাকায় আমেনা খাতুনের বাড়ির বাথরুমের চালের এঙ্গেলের সাথে ঝুলন্ত অবস্থায় আমার ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সেলিম আরও বলেন, গতকাল হাকিম আমার ভাই সুরমানকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে ইলেকট্রিক শক, লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। আমরা ভাই হত্যার বিচার চাই। গতকাল থেকে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রয়েছি বলেও জানান তিনি।

কুষ্টিয়া মডেল থানার এসআই মো. খাইরুজ্জামান বলেন, নিহত সুরমানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।