Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়ায় পিনাকল স্পোর্টসের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

কুষ্টিয়ায় পিনাকল স্পোর্টসের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

February 21, 2025 01:25:26 PM   অনলাইন ডেস্ক
কুষ্টিয়ায় পিনাকল স্পোর্টসের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) কুষ্টিয়ার রেনউইক বিনোদন পার্ক ও রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও ক্রীড়ামুখী রাখতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন প্রতি বছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারের আয়োজনে শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও প্রাপ্তবয়স্ক প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। হাড়িভাঙ্গা, হাঁস ধরা, বস্তা দৌড়, মোরগ লড়াই, রশি টানা, বাচ্চাদের দৌড়, বিস্কুট দৌড়সহ নানা ইভেন্টে প্রতিযোগীরা তাদের প্রতিভার প্রদর্শন করেন। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মোঃ জসেব উদ্দিন। সংগঠনের কুষ্টিয়া জেলা সভাপতি সুজন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আঞ্চলের সহ-সভাপতি মো. কামাল হোসেন, কুষ্টিয়া জেলা সভাপতি মো. আক্কাচ আলী, নারী নেত্রী জেরিন সাইয়ারা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Kustia Program 4
খেলাধুলার পাশাপাশি দিনব্যাপী এই আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সংগীত, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক ফুটিয়ে তোলেন। বিশেষ করে তরুণ শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

অনুষ্ঠানের শেষ অংশে ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি মো. জসেব উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, “এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শুধু শারীরিক দক্ষতা বৃদ্ধি করে না, বরং তরুণদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা ও সংস্কৃতির সমন্বয়ে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান কুষ্টিয়া অঞ্চলের ক্রীড়ামোদী ও সংস্কৃতিপ্রেমীদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।

পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে আরও বিস্তৃত করতে কাজ করে যাবে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা জানান, আগামী বছর আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে নতুন প্রজন্ম ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত হয়।