
ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনকালে এক নারী ও এক পুরুষ গ্রেফতার হয়েছে।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালি থানাধীন ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকায় মাদক সেবনকালে হাসিবুর রহমান সাগর (৩৪) এবং মোছা: শাম্মি খাতুন (২৭) নামের দুই মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক রাসেল কবির ও ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা ঘটনাস্থলে উপস্থিত হয়ে, উপস্থিত সাক্ষীদের সামনে মাদক (গাঁজা) ধ্বংস করেন। এছাড়া দুই মাদক সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(ক) ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ এ বিষয়ে নিশ্চিত করে জানান, "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে এমন অভিযান চলমান থাকবে।"