
ভেরামারা সংবাদদাতা:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজ বাড়ি থেকে রকিবুল ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকার একটি বাড়ি থেকে এ ঘটনা ঘটে। মিরপুর থানা পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নিহত রকিবুল ইসলাম ওই এলাকার সামসুল ইসলামের ছেলে। তিনি ৫২তম পুলিশ কনস্টেবল ব্যাচের সদস্য এবং ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
জানা গেছে, রকিবুল ইসলাম বুধবার সকালে শয়নকক্ষের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকাল ১০টার দিকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে দেখেন তিনি আত্মহত্যা করেছেন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রকিবুল ইসলামের স্ত্রীর সাথে পারিবারিক কলহ ছিল এবং তিনি বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন। এছাড়া আর্থিক ঋণের কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, রকিবুল ইসলামের পরিবার আর্থিক সংকটে ছিল। তার বাবা ব্যবসা করতেন এবং বিভিন্ন ব্যক্তি তার কাছে টাকা পেতেন, যা চাপ সৃষ্টি করেছিল। এ কারণে মানসিকভাবে ভেঙে গিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে।