
কাহালু (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় রোববার (৯ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিটে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় বুলবুলি বেগম (৩২) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। বুলবুলি বেগম কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের শিলকওড় পশ্চিম পাড়ার মোঃ আব্দুল হাকিমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বুলবুলি বেগম পাগলাপীর কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে যাওয়ার পথে পিছন থেকে আসা অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে জানায় এবং পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।