
আকাশ মাহমুদ, পাংশা সংবাদদাতা, রাজবাড়ী:
রাজবাড়ীর কালুখালী থেকে পাংশা উপজেলার হাবাসপুর চরআফড়া এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে মো. রাকিব (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) পাংশা উপজেলাধীন পদ্মা থেকে চন্দনায় পানি প্রবাহের জন্য কাটা খালের সংযোগ স্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। পরে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়য়ের দক্ষিণ মৌকুড়ী গ্রামের বিরু মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিলো বলে জানায় তার পরিবার ও এলাকাবাসী। এ ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।