Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

May 06, 2025 09:51:08 PM   জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দাদের আয়োজনে এই মানববন্ধন হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী বাসিন্দারা আব্দুল জলিল, সুজা ইসলাম, শমসের আলী, মর্জিনা বেগম, মুন্নী বেগম প্রমুখ।

বক্তারা বলেন, পৌর এলাকার মধুর মোড় নামক স্থানে পানি নিষ্কাশনের ক্যানেলে প্রভাবশালীরা দেয়াল নির্মাণ করে রেখেছে, যার ফলে পলাশবাড়ি, কবিরাজপাড়া এবং হিংগনরায় গোরস্থান পাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কয়েক শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাছাড়া, জমে থাকা ময়লা পানির কারণে আবাদি জমির ফসল নষ্ট হচ্ছে এবং এলাকার বাসিন্দারা ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

ভুক্তভোগীরা জানান, পৌরসভার প্রশাসককে লিখিত অভিযোগ দিলেও কোনো সমাধান হয়নি। তারা বিষয়টি দ্রুত উদ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ জানান।