
কুড়িগ্রাম জেলা ‘রাষ্ট্র সংস্কার আন্দোলনের’ পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
সোমবার (৩ মার্চ) রাতে দলটির দপ্তর সমন্বয়ক নাঈমুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম জেলা কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। সংগঠনটির গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে জেলা ও উপজেলা কমিটি পূর্ণগঠনের জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বিলুপ্ত হওয়া কমিটিটি ২০২৩ সালের মে মাসে গঠন করা হয়েছিল। সংগঠনটির প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনের স্বাক্ষরে ইউনিট সমন্বয়কের দায়িত্বে ছিলেন খন্দকার আরিফ, রাজনৈতিক সমন্বয়ক শাহ্ মোঃ আব্দুল মোমেন, দপ্তর সমন্বয়ক ইনামুল হক রাজু, প্রচার সমন্বয়ক মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম সহ অনেকেই।
বিলুপ্ত হওয়া কমিটির ইউনিট সমন্বয়ক খন্দকার আরিফ বলেন, "‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ কুড়িগ্রাম জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে। তাই কমিটি ভেঙে দেওয়া একটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। আশা করি, দ্রুত নতুন কমিটি গঠন করা হবে।"