
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আল মিজান মাহিনের নানা অপকর্মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তাকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ শিক্ষার্থী সাইয়াদুর রহমান। তিনি বলেন, মাহিন তার সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এ বিষয়ে প্রতিবাদ করেন আন্দোলনের সম্মুখ সারির কর্মী রুবেল মিয়া। এতে মাহিন ক্ষিপ্ত হয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে গত ৯ মার্চ বিকেলে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে রুবেল মিয়াকে বেধড়ক মারধর করেন এবং তাকে পঙ্গু করে দেওয়ার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে মাহিনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে চিরতরে বহিষ্কার ও তার অপকর্মের বিচার দাবি করেন।
এ বিষয়ে আল মিজান মাহিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেল মিয়ার পোস্ট নিয়ে কথা কাটাকাটি হলেও কোনো সংঘাত হয়নি। তিনি দাবি করেন, রুবেল এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং উল্টো তার বাড়িতেও হামলা করা হয়েছে। তিনি তার বিরুদ্ধে মিথ্যাচারের তীব্র নিন্দা জানান এবং বলেন, পুরো বিষয়টি জেলা ও কেন্দ্রীয় কমিটি অবগত রয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, মাহিনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সেল বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট উপজেলার যুগ্ম সদস্য সচিব জিসান ইসলাম, সাধারণ শিক্ষার্থী রুবেল মিয়া, আশিক ইসলাম, রাকিবুল হাসানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।