
জাবি সংবাদদাতা:
কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং উপাচার্য ড. মাসুদের অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আট শিক্ষার্থী।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। অনশনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, বিকেল ৩টার মধ্যে কুয়েট উপাচার্যের অপসারণ না হলে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অনশন চালিয়ে যাবেন।
অনশনরত শিক্ষার্থীরা হলেন—আরিফুজ্জামান উজ্জ্বল, তৌহিদ সিয়াম, জিয়া উদ্দিন আয়ান, নাজমুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জান্নাতুল ফেরদৌস আনজুম, কাজী মেহেরাব তূর্য ও নাহিদ হাসিন ইমন।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, “এভাবে চলতে থাকলে আমাদের মেধাবী প্রজন্ম অকালে ঝরে পড়বে। যদি কোনো শিক্ষার্থীর মৃত্যু ঘটে, তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারেরই নিতে হবে।”
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমরা কুয়েট শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছি। যদি সময়মতো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে কঠোর কর্মসূচি পালন করব।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে কুয়েটের শিক্ষার্থীরা অনশনে আছেন। শিক্ষা উপদেষ্টা দেখা করলেও এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত আসেনি। আমরা দ্রুত কুয়েট উপাচার্যের অপসারণ দাবি করছি।”