Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / খালে মিলল নিখোঁজ কৃষকের অর্ধগলিত মরদেহ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খালে মিলল নিখোঁজ কৃষকের অর্ধগলিত মরদেহ

October 13, 2022 09:33:46 PM   জেলা প্রতিনিধি
খালে মিলল নিখোঁজ কৃষকের অর্ধগলিত মরদেহ

সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের চার দিন পর খাল থেকে সাইফুল ইমলাম নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শাকিল আহম্মেদ নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানার ঘুড়কা কুন্ডু পাড়া এলাকায় খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুল রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের মৃত আছের আলীর ছেলে। 
রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সাইফুল ইসলাম নিখোঁজ হওয়ায় থানায় জিডি করে তার পরিবার। এ ঘটনায় গত বুধবার রাতে সন্দেহজনকভাবে শাকিলকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার তথ্য অনুযায়ী সলঙ্গা থানার ঘুড়কা কুন্ডু পাড়া এলাকার খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।