Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় ঈদের বাজার জমে উঠতে শুরু করেছে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় ঈদের বাজার জমে উঠতে শুরু করেছে

March 18, 2025 07:27:45 PM   দেশজুড়ে ডেস্ক
গাইবান্ধায় ঈদের বাজার জমে উঠতে শুরু করেছে

ঈদকে সামনে রেখে গাইবান্ধার বাজার ও বিপণিবিতানগুলো জমে উঠতে শুরু করেছে। অনেকেই ইতোমধ্যে ঈদের কেনাকাটা সেরে ফেলেছেন, তবে বেশিরভাগ ক্রেতাই এখন দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন।

ক্রেতা-বিক্রেতাদের সূত্রে জানা গেছে, এবারের ঈদ বাজারে দেশীয় কাপড়ের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে প্রচণ্ড গরমের কারণে সুতি কাপড়ের থ্রি-পিসের চাহিদা বেড়েছে। পুরুষদের তুলনায় নারী ক্রেতাদের সংখ্যাই বেশি। সন্ধ্যার পর গাইবান্ধা শহরের সু-ফ্যাশন ও সুপার মার্কেটের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ব্যবসায়ীরা জানান, ১৫ রোজার পর থেকেই কেনাকাটা শুরু হয়েছে। ভারতীয় পোশাকের তুলনায় দেশীয় সুতি কাপড়, গাউন ও কাজ করা লং ফ্রকের চাহিদা বেশি। শিশুদের পোশাকের বিক্রি ভালো হলেও তুলনামূলক দাম বেশি রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।

এবার ঈদ বাজারে তরুণদের মধ্যে জিন্স, গ্যাবার্ডিন প্যান্ট, ফুলশার্ট, চেক শার্ট ও কালার শার্টের চাহিদা বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে, হরেক রকমের বর্ণিল পাঞ্জাবির চাহিদা থাকলেও একরঙা বা সাদা পাঞ্জাবির প্রতি আগ্রহ কম।

জুতার দোকানগুলোতেও ভিড় বাড়ছে। স্টেশন রোডের সু-প্যালেসে অন্যান্য দোকানের তুলনায় বেশি ক্রেতার উপস্থিতি দেখা গেছে।

স্টেশন রোডের সু-প্যালেসের স্বত্বাধিকারী সোহাগ মৃধা বলেন, “ক্রেতাদের চাহিদা অনুযায়ী উন্নতমানের জুতা ও স্যান্ডেল বিক্রি করছি। প্রতিদিন সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় বাড়ছে। আশা করছি, এবারের ঈদে বেচাকেনা ভালো হবে।”