Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় পাট ও ধান বীজসহ সার বিতরণের উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় পাট ও ধান বীজসহ সার বিতরণের উদ্বোধন

March 23, 2023 07:23:54 PM   দেশজুড়ে ডেস্ক
গাইবান্ধায় পাট ও ধান বীজসহ সার বিতরণের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ এর আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ এবং আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৩ মার্চ ) এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি সহায়তা প্রদানের এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, উপজেলা কৃষি অফিসার শাহাদৎ হোসেন, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজু, আসিফ সরকার সহ অন্যান্যরা।