Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় রি-গ্রিনিং প্রজেক্টের উদ্যোগে পরিবেশ বান্ধব মেলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় রি-গ্রিনিং প্রজেক্টের উদ্যোগে পরিবেশ বান্ধব মেলা

April 23, 2025 09:14:00 PM   উপজেলা প্রতিনিধি
গাইবান্ধায় রি-গ্রিনিং প্রজেক্টের উদ্যোগে পরিবেশ বান্ধব মেলা

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রি-গ্রিনিং প্রজেক্টের আয়োজনে গাইবান্ধা সদর উপজেলার ২নং মালিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে পরিবেশ বান্ধব মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে জনসচেতনতা বাড়াতে নানা কার্যক্রম পরিচালিত হয়।

মেলায় ১২টি স্টলে পরিবেশবান্ধব বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। স্টলগুলোতে সামাজিক বনায়ন, ভার্মি কম্পোস্ট, দেশীয় গাছ, সোলার, পলিথিন সংগ্রহ, জৈব কীটনাশক, লিগুম ফসল, নার্সারি, উন্নত চুলা, জলজ প্রাণির অভয়ারণ্যসহ নানা বিষয়ের প্রদর্শনী ছিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের পক্ষে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বনায়ন জোনের সহকারী ভারপ্রাপ্ত বন কর্মকর্তা খন্দকার মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেব মো. রাসেল প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রি-গ্রিনিং প্রজেক্টের সভাপতি বুরজাহান আলী এবং সহ-সভাপতি মর্তুজা আলী মিঠু।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উত্তম দাস ও শাহ মো. মোত্তাসিম বিল্লাহসহ মাঠপর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।

বুরজাহান আলী জানান, রি-গ্রিনিং প্রজেক্টের আওতায় ২৫০টি পরিবারে উন্নত বা বন্ধু চুলা বিতরণ করা হয়েছে, যা ব্যবহারকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

কৃষি কর্মকর্তা বলেন, ধানের মৌসুমে ব্লাস্ট ও কারেন্ট পোকার আক্রমণ রোধে নিয়মিত ও সঠিকমাত্রায় কীটনাশক ব্যবহার জরুরি। একই সঙ্গে মাজরা পোকা দমনে চাষাবাদে সচেতনতার পরামর্শ দেন।

সহকারী বন কর্মকর্তা বলেন, সামাজিক বনায়ন, সবজি বাগান ও পেস্টিসাইড ব্যবহারে সঠিকতা রক্ষার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা সম্ভব।

আলোচনা শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা পরিবেশ ও সচেতনতামূলক নাটিকা পরিবেশন করেন। স্থানীয় জনগণ ও শিশুদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।