
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মাহমুদুল হাসান মিয়াদ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার শালাল বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মিয়াদ নড়িয়া পৌরসভার মাদবর বাজার এলাকার আবুল কাশেম মাদবরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শালাল বাজার এলাকা থেকে মোটরসাইকেল যোগে মাদবর বাজার এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে মিয়াদের মোটরসাইকেলটির। এসময় মিয়াদকে গুরুতর আহত অবস্থায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যায় স্থানীয়রা। স্বাস্থ্য কম্পেলেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, শালাল বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। এবিষয়ে পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।