
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে শত্রুতাবশে প্রতিপক্ষরা গভীর রাতে প্রায় ১০/১৫ টি রেইন্ট্রি গাছ কেটে ও উপড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কালীশুরি ইউনিয়নের ১নং ওয়ার্ড সিংহেরাকাঠি গ্রামের সায়েম হোসেন (২৮) এর ক্রয়কৃত জমিতে রোপনকৃত গাছগুলো গভীর রাতে কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন সায়েম।
অভিযুক্তরা হলেন একই গ্রামের বাসিন্দা জহির হাওলাদার (৩০), মানিক হাং(৪০), সোবহান গাজী (৬৫) ও মোনাচ্ছেফ হাওলাদার। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি সহায়তা চেয়ে বাউফল থানার লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সায়েম হোসেন।
অভিযোগ সূত্রে যানা যায়, ভুক্তভোগী সায়েম হোসেন বায়নাকৃত জমিতে অনেক টাকা খরচ করে বেশকিছু রেট্রি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। সায়েম বায়নাকৃত জমিতে কৃষি ফসল, শাকসবজি চাষাবাদ করেন। সেই জমিতে রাস্তা বেধে রেন্ট্রি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে বেড়া দিয়ে দেয়। কিন্তু প্রতিপক্ষরা সেই বেড়া উপড়ে ফেলা দেয়। কিন্তু প্রতিপক্ষরা তাতে শান্ত হইনি। শেষে সেই ঘটনাকে কেন্দ্র করে গত ৩ (এপ্রিল) সোমবার রাত আনুমানিক ৯টার দিকে পরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা ক্রয়কৃত বায়না জমিতে রোপণকৃত রেন্ট্রি গাছগুলো কেটে ও ভেঙ্গে ফেলে। এতে অনেক টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। তফসিলকৃত সম্পত্তি ভোগদখল করতে গেলে প্রতিপক্ষরা গুরুতর শান্তিশৃঙ্খলা ভঙ্গের পায়তারা চালাচ্ছে।স্থানীয় গন্যমান্যদের অবগতি করলে তাঁরা কাউকে পরোয়া করে না। প্রতিপক্ষরা এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত এবং সন্ত্রাসী প্রকৃতির। এহেন ঘটনার বিষয় আইনের সহায়তা চেয়ে ভুক্তভোগী সায়েম হোসেন বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে সরজমিনে এ বিষয়ে অভিযুক্ত কাউকে না পাওয়ায় তাদের মন্তব্য যানা যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।