
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৩ জন্য দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় গাজীপুর জেলার মৌচাকের তেলিচালা এলাকার শফিক খানের বসতবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধরা হলেন- মাইদুল ইসলাম,মো.কুটি, মো. আরিফুল,মো ইয়াসিন, মো.সোলেমান,মো.আকাশ, নূর নবী,মো.নিরব,মোছাম্মৎ শিল্পী, মো.নাঈম. মাহবুব,মশিউর,মোতালেবসহ আরো অনেকে।
গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন, কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আশরাফ। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। ১৩ জনসহ আরো অনেকেই দগ্ধ হওয়ার কথা শুনেছি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাস্পাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আরো তথ্য সংগ্রহ করছি পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।
কোনাবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার রফিকুল ইসলাম জানান, ইফতারের আগে তিনজন দগ্ধ রোগী এসেছিল তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কোনাবাড়ী পপুলার হসপিটাল এর স্টাফ জাহিদ জানান,সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের দগ্ধ প্রায় দশ জনের অধিক রোগী এসেছিলেন। তাদের সবার শরীরের ৭০% পুড়ে গেছে। পরে তাদের গেট থেকেই অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।