
গাজীপুর প্রতিনিধি::
গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের সদর থানাধীন ২২নং ওয়ার্ডের গজারিয়াপাড়া সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনের পাশে নিটল মটরস লিমিটেড কারখানা সংলগ্ন গজারী বন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার সময় তার লাশ উদ্ধর করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশের বয়স অনুমান ১৩, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাথার চুল কালো, লম্বা ৩ ইঞ্চি। পরনে কালো লুঙ্গি ও ছাই কালারের গোলগলা গেঞ্জি পরিহিত ছিল। অজ্ঞাত ব্যক্তি অটোচালক ও আনুমানিক ২-৩ দিন আগে আঘাত করতঃ শ্বাসরোধ করিয়া উনার মৃত্যু ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।