Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে লুট: মূলহোতা রবিউল গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে লুট: মূলহোতা রবিউল গ্রেফতার

April 24, 2025 10:33:54 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে লুট: মূলহোতা রবিউল গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ‘নগদ ডিস্ট্রিবিউশন’ অফিসে সংঘটিত দস্যুতা মামলার অন্যতম মূলহোতা দুর্ধর্ষ ডাকাত রবিউল করিম সুলভকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প। বুধবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রবিউল করিম সুলভ (৩৩) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বর্মনগাছা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক দস্যুতা ও অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকাল ৫টা ৪৪ মিনিটে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকার রিয়াজ টাওয়ারের ৬ষ্ঠ তলায় মাল্টি পয়েন্ট বিডি (নগদ ডিস্ট্রিবিউশন) অফিসে হামলা চালায় রবিউলসহ ২-৩ জনের একটি সশস্ত্র ডাকাতদল। ডিবি পুলিশ পরিচয়ে অফিসে ঢুকে তারা জিএম মোহাম্মদ একরামুল হকসহ কর্মচারীদের বেধড়ক মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে অফিসের ভল্ট থেকে জোরপূর্বক ৯৮ লাখ টাকা লুট করে নেয়। ঘটনার পরদিন একরামুল হক বাদী হয়ে বাসন থানায় দস্যুতা মামলা করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। অবশেষে ২৩ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বাটনযুক্ত মোবাইল ফোন এবং নগদ ১,০৭০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল দস্যুতা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।