
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা পুলিশ ডিভেল হান্ট অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গত বুধবার রাতে (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কাশিমপুর থানার ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মো. দুলাল মিয়া (৪০), ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. সবুজ মিয়া (৩২), ৬নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মনির হোসেন (২৭), সেক্রেটারি প্রার্থী মো. ওয়াদুদ ওরফে ওয়াজুদ্দিন (৪২), ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. শাকিল হাসান (৪০), গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মো. স্বপন সরকার (৩৫) এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর (৬০)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। তিনি জানান, গত রাতে ডিভেল হান্ট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।