
আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোড় ফ্লাইওভারের নিচে রাস্তার পশ্চিম পাশে তেল-মবিল দোকানের ভিতর থেকে দোকান মালিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ওই দোকানের ভিতরে ব্যবসায়ীর লাশ দেখতে পেয়ে স্থানীরা পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম মোঃ আঃ রহিম, তিনি পেশায় একজন তেল-মবিলের ব্যবসায়ী ছিলেন। নিহত আঃ রহিম (২৪) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার মরিচ বুনিয়া গ্রামের মোঃ তন্নু মিয়ার ছেলে। তিনি বাসন থানাধীন টানকড্ডা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
হত্যাকান্ডের ঘটনা নিশ্চিত করেছেন বাসন থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম। তিনি জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় তেল ব্যবসায়ী রহিমের লাশ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের কারণ এখনও জানা যায়নি।