
আশিকুর রহমান, গাজীপুর:
বনের ভিতরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দল। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতারসহ দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার করে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার রায়পুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা@ মনি মোল্লা ওরফে মনির ওরফে আকুব্বর হোসেন আকু(৩৮), বগুড়া জেলার গাবতলি থানার মাঝিপাড়া গ্রামের মৃত লৈমুদ্দিন বক্স প্রমাণিকের ছেলে মোঃ বাদশা প্রমাণিক(৪১) ও গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার রাঘবিন্দুরপুর গ্রামের মৃত মোঃ রাশিদুল ওরফে আল- আমিন(৪২)।
গত মঙ্গলবার (২৮ মে) গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন লোহাকৈর থেকে লস্করচালাগামী খান ব্রাদার্স বস্তা ফ্যাক্টরীর পূর্ব পাশের বনের ভিতরে বসে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছিল বলে এক সংবাদ সম্মেলনে জানায় পুলিশ।
বুধবার(২৯ মে) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়, জিএমপি'র উপ-পুলিশ কমিশনার( অপরাধ উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান।
তিনি আরো জানান, অভিযানকালে ডাকাত সদস্যদের কাছে থাকা ১টি লোহার তৈরি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ১ টি লোহার তৈরি বিদেশী রিভলবার, ৮ রাউন্ড ম্যাগাজিনের গুলি, ১ টি লোহার তৈরি বিদেশী রিভলবার, ৮ রাউন্ড ম্যাগাজিনের গুলি, ১ টি লোহার তৈরি হাইড্রোলিক কাটার, ১ টি স্কু ড্রাইভার, ১ টি ট্রাভেল ব্যাগ ও ১ টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে মনির মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮ টি মামলা, বাদশা প্রমাণিকের নামে ৩ মামলা ও আল-আমিনের নামে ২ টি মামলা রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।