
মুখে কালো কাপড় বেঁধে গাজীপুরে ঝটিকা মিছিল করেছে একদল যুবক। এ সময় অনেকের মাথা ও মুখ হেলমেটে ঢাকা ছিল। কালো কাপড়ে মুখমণ্ডল আবৃত থাকায় মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় জানা যায়নি। যুবকদের বের করা এই ঝটিকা মিছিলের ব্যানারের নিচের অংশে উল্লেখ ছিল, "গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।"
গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান নাছির মোড়লের ভেরিফায়েড ফেসবুক পেজে ঝটিকা মিছিলের ভিডিওটি গত সোমবার (২৪ এপ্রিল) প্রকাশ পায়। তবে মিছিলটি গাজীপুরের ঠিক কোন স্থানে হয়েছে তা নিশ্চিত না হলেও ছাত্রলীগ নেতার দাবি, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিলটি করা হয়।
ভিডিও চিত্রে দেখা যায়, কালো কাপড়ে মুখ বাঁধা ও মাথায় হেলমেট পরা একদল যুবক ব্যানার হাতে একটি ফাঁকা সড়কে মিছিল করছে। তারা "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু", "শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই", "শেখ হাসিনা আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে" স্লোগান দিচ্ছিল।
বের হওয়া ঝটিকা মিছিলের ব্যানারে লেখা ছিল:
"আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে জঘন্যতম অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে মিছিল ও স্মারকলিপি।"
ঝটিকা মিছিলের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজীপুরজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।