
গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ি থেকে এক দম্পতি ও তাদের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, স্ত্রী-সন্তানকে হত্যা করার পর স্বামী আত্মহত্যা করেছেন।
রবিবার সকাল ৯টার দিকে কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) এবং তাদের চার বছরের মেয়ে নাদিয়া আক্তার।
কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নিহত নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের আবু মিয়ার ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, নাজমুল প্রথমে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নিজের শরীরে ব্লেড চালিয়ে রক্তাক্ত হন, হারপিক পান করেন এবং পরে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।