
আশিকুর রহমান, গাজীপুর:
বিএনপির ডাকা অবরোধ চলাকালে যুবদল নেতাসহ তিন পিকেটারকে গ্রেফতার করেছে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর কৃষি গবেষণা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- যুবদল নেতা মোঃ নাজমুল ইসলাম (৩৪), পিতা মোঃ কুমেদ আলী, সাং- রাজাপুর, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া, ২। মোঃ শাহাদাত হোসেন (৩৯), পিতা- মৃত আব্দুল লতিব, সাং- উত্তর ধীরাশ্রম, থানা- সদর, জিএমপি, গাজীপুর, এপি সাং- ডি-থ্রিএল, বাংলাদেশ কৃষি গভেষণা ইনিস্টিটিউট, আবাসিক এলাকা, থানা- সদর, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ রমজান আলী, পিতা-মৃত মজিবুর রহমান, সাং-মমিনপুর, থানা- রংপুর সদর, জেলা-রংপুর, এ/পি সাং-গাজীপুর চৌরাস্তা।
র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, বিএনপির ডাকা অবরোধ সফল করতে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় কিছু উশৃঙ্খল জনতা সমাবেত হয়ে টাঙ্গাইল-গাজীপুর মহাসড়কে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করছে এবং যানবাহনে অগ্নি সংযোগ করাসহ জনসাধারণের জানমালের ক্ষতি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যুবদল নেতাসহ তিন পিকেটারকে গ্রেফতার করা হয়।
কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন আরো জানান, গ্রেফতার যুবদল নেতার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।