Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / গাজীপুরে ৩০ ঘণ্টার অবরোধে স্থবির যান চলাচল, বিকল্প পথে চলার নির্দেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ৩০ ঘণ্টার অবরোধে স্থবির যান চলাচল, বিকল্প পথে চলার নির্দেশ

November 10, 2024 06:33:54 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে ৩০ ঘণ্টার অবরোধে স্থবির যান চলাচল, বিকল্প পথে চলার নির্দেশ

গাজীপুর সংবাদদাতা:
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে যাতায়াতকারী যাত্রীরা।

গতকাল শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শ্রমিকদের এই বিক্ষোভ শুরু হয়। যদিও শ্রমিকরা কয়েকবার অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, তবে মালিকপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধ না করায় তারা অবরোধ বজায় রেখেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। ট্রাফিক আপডেটে বলা হয়েছে, ভোগড়া বাইপাস ও মালেকের বাড়ির মাঝামাঝি কলম্বিয়া গার্মেন্টসের সামনে মহাসড়ক অবরোধ অব্যাহত থাকায় বিকল্প পথ ব্যবহার করতে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান জানান, ক্রাইম ডিভিশন, ট্রাফিক ডিভিশন ও শিল্পপুলিশের সমন্বয়ে বারবার শ্রমিকদের রাস্তা ছাড়ার অনুরোধ জানানো হলেও তারা বকেয়া বেতনের দাবিতে অনড় রয়েছেন। মালিকপক্ষ আশ্বাস দিলেও সময়মতো বেতন পরিশোধ করতে পারেনি। এদিকে, মহাসড়কের যানজট কমাতে ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে আসা গাড়িগুলোকে ভোগড়া থেকে ডাইভারশন দেওয়া হচ্ছে। বাইপাস ও অন্যান্য বিকল্প সড়ক ব্যবহারেও চাপ থাকায় যানজট রয়ে গেছে।

তিনি আরও বলেন, যৌথ বাহিনীসহ আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দ্রুত অবরোধ সমাধানের আশা করছি।