Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গাবতলীতে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীতে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা উদ্বোধন

May 21, 2023 07:24:13 PM   স্পোর্টস ডেস্ক
গাবতলীতে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা উদ্বোধন

বিপ্লব রহমান:
২০২২-২০২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ কার্যক্রমের কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন করা হয়েছে।

রবিবার বগুড়া গাবতলীর সুখানপুকুর নতুরপাড়া গ্রামে ১শ’ ৫০বিঘা জমিতে সমলয়ে রোপনকৃত ধান কাটার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুম কবীর, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌরভ হোসেন, কৃষক প্রতিনিধি বিদ্যুৎ চন্দ্র রায়সহ স্থানীয় কৃষকবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে দেশের উন্নয়নকে গতিশীল করতে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদ সহজ করতে যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে। প্রতিটি জমিতে শ্রমিক ব্যয় কমাতে যান্ত্রিক মেশিনের ব্যবহার দিনদিন বৃদ্ধি পেয়েছে।