Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / গৌরীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে অর্ধদিবস দোকান বন্ধ, বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

গৌরীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে অর্ধদিবস দোকান বন্ধ, বিক্ষোভ ও মানববন্ধন

March 02, 2025 08:07:07 PM   উপজেলা প্রতিনিধি
গৌরীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে অর্ধদিবস দোকান বন্ধ, বিক্ষোভ ও মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে পুস্তক বিক্রেতার দোকানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে অর্ধদিবস লাইব্রেরি বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে গৌরীপুর পৌর শহরের শহীদ হারুণ পার্কের সামনে অবস্থিত পুস্তক বিক্রেতা প্রতিষ্ঠান বই বিতান-এ সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। এর প্রতিবাদে শনিবার (১ মার্চ) দুপুর ১২টায় শহীদ হারুণ পার্কের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি এবং বই বিতান-এর স্বত্বাধিকারী সাদাত হাসান রাজিব। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিপ্লব লাইব্রেরির স্বত্বাধিকারী বিপ্লব কুমার সেন, কোষাধ্যক্ষ মিরাজ আলী খান (বিসমিল্লাহ লাইব্রেরি), সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন রনি (বন্ধু লাইব্রেরি), সদস্য মুন্না (মালিয়াত লাইব্রেরি), আবু সায়িদ (মদিনা লাইব্রেরি), বিপ্লব কুমার (জনতা লাইব্রেরি), আয়নুল (কলতাপাড়া লাইব্রেরি) ও আনোয়ার হোসেন (স্টুডেন্ট লাইব্রেরি) প্রমুখ।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।