Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / গলাচিপায় নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গলাচিপায় নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

February 25, 2025 08:10:05 PM   উপজেলা প্রতিনিধি
গলাচিপায় নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা:
সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ জনগণের আয়োজনে দিঘীর পাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও দাবি সম্বলিত পোস্টার, ফেস্টুন নিয়ে অংশ নেয়।

এর আগে গলাচিপা থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, সাধারণ শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনগণ সংহতি প্রকাশ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানজিলা ইসলাম শিমু, উম্মে হাবিবা ওয়াফা, ইশরাত জাহান অহনা, গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী নাঈমা হক মেঘলা, ছাত্রদলের রিসাত রায়হান, ছাত্রশিবিরের কাজী খায়রুল হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. রকিবুল ইসলাম এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থী কাজী শাওন।

এসময় বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, "দেশজুড়ে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।"

বক্তারা আরও বলেন, "আমরা চাই, আমাদের মা-বোনেরা যেন নিরাপদে চলাচল করতে পারে। আর কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয়। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।"

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সচেতন নাগরিক ও অভিভাবকরা। তারা সবাই একসুরে নারীদের প্রতি চলমান সহিংসতা বন্ধের দাবি জানান।